ঝালকাঠির নলছিটি পৌরসভার বৈচন্ডি এলাকায় আপ্তার আলী খান (৭৫) এক বৃদ্ধ আত্মহত্যার করছে।
নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত মনোরঞ্জন মিস্ত্রী জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি প্রেরণ করা হবে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন- স্ত্রীকে খুন করে খাটের নীচে কাঁথায় প্যাঁচিয়ে রাখলেন স্বামী
পৌরসভার বৈচন্ডি এলাকার লেদু খানের ছেলে আপ্তার আলী খান (৭৫) বাড়ির পাশে একটি গাছের সাথে গামছা দিয়ে আত্মহত্যা করেছে।
বৃদ্ধ আপ্তার আলীকে গতকাল রাতেও হাটতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।