বরগুনা জেলা যুবলীগের বর্ধিত সভা উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় বরগুনা আওয়ামী লীগের দলীয় কার্যালয় যুবলীগের জেলা, উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য আগামী ১১ সেপ্টেম্বর বরগুনা জেলা যুবলীগের বর্ধিতসভা উপলক্ষে জেলা যুবলীগ জরুরী সভার আয়োজন করেছে। সভায় বরগুনা জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, বরগুনা পৌর যুবলীগ সহ বরগুনা জেলার আওতাধীন সকল ইউনিট প্রধান এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে হামলার স্বীকার সাংবাদিক মাছুম
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা যুবলীগের সম্মানিত সভাপতি, বরগুনা পৌরসভার সুযোগ্য “মেয়র ” অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ এবং সঞ্চালনায় ছিলেন বরগুনা জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ শাহবুদ্দিন সাবু।
আরও এসময়ে উপস্থিত ছিলেন – জেলা যুবলীগের অন্যান্য নেতৃবিন্দ ও সকল উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক আরও অনেকে।