December 7, 2024, 3:49 pm

তালতলীতে ৩০ পিচ ইয়াবাসহ ডিবির হাতে এক যুবক গ্রেফতার

তরিকুল ইসলাম রতন, বরগুনা;

বরগুনার তালতলী উপজেলার ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়পাড়া থেকে মৃত ওমর আলী মৃধার ছেলে মোতালেব মৃধা (৪৫) কে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাত ১০ টার দিকে তালতলীর ১ নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জাফর মেম্বারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন – বিদ্যুৎস্পৃষ্টে একত্রে ৩ জনের মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান জানান, কো এক গোপন সংবাদের ভিওিতে তালতলী উপজেলার ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নে আমাদের ডিবির একটি চৌকস টিম এক ঝটিকা অভিযান করেন। পরে শনিবার রাত ১০ টার দিকে ওই ইউনিয়নের জাফর মেম্বারের বাড়ির সামনের একটি রাস্তা থেকে ৩০ পিচ ইয়াবাসহ মোতালেব মৃধা নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়। যার মূল্য (৯-হাজার) টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে তালতলী থানায় মাদক আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা