বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত সহ- সভাপতি বরগুনা পৌরসভার সুযোগ্য মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জাহাঙ্গীর হোসেনের জৈষ্ঠ্য সন্তান এডভোকেট কামরুল আহসান মহারাজ।
বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তিনি সহ- সভাপতি নির্বাচিত হন।
আরও পড়ুন – সংসদ সদস্য পঙ্কজ নাথকে আ.লীগের দলীয় পদ থেকে অব্যাহতি
ঞবাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদ্য নির্বাচিত সহ – সভাপতি এ্যাড.কামরুল আহসান মহারাজ এর কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি জানান , আমাকে কেন্দ্রীয় মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সহ – সভাপতি নির্বাচিত করায় আমি গর্ভিত। জানি না আমি এই পদের যোগ্য কি না। যারা আমাকে এই পদের দায়িত্ব দিয়েছেন। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমার বাবা এই দেশের জন্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাতের পরে রাত দীনের পর দিন স্বাধীনতার যুদ্ধে অংশ গ্রহণ করে দেশ স্বাধীন করেছেন। মুক্তিযোদ্ধা সন্তান হতে পেরে আজ আমার বুক ভরে গেছে। আমার বাবা দুনিয়াতে বেঁচে নেই কিন্তু তার স্মৃতি রয়ে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেস্তনসিব করেন। আর আমি যাতে আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি তার জন্যে সবাই আমাকে দোয়া করবেন।