পটুয়াখালীর গলাচিপায় সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ ফাহিমা বেগম (৩০) চার দিন পরে শুক্রবার সকালে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান।
নিহত ফাহিমা সদর ইউনিয়নের রতনদী গ্রামের ব্যবসায়ী মো. আল আমীনের স্ত্রী।
আরও পড়ুন – গলাচিপায় আগুনে পুড়ে দগ্ধ ব্যবসায়ী স্বামী ও তার স্ত্রী
গত সোমবার গলাচিপা শহরের গোডাউন রোডে ভাড়া বাসায় রান্না করার সময় সিলিন্ডার গ্যাসের আগুনে ফাহিমা দগ্ধ হন। এসময় ফাহিমাকে বাঁচাতে গিয়ে স্বামী আল আমীনও অগ্নিদগ্ধ হন। ফাহিমাকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেয়া হয়। পারিবারিকসূত্রে এসব তথ্য নিশ্চিত করা গেছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, দগ্ধ ফাহিমার মারা যাওয়ার খবরটি শুনেছি।