বরগুনা সদর উপজেলায় পৃথকভাবে অভিযান করে ওবায়দুল কাদেরের ছেলে ও মাদক মামলার আসামী শাহিন (২৫) এবং ১০ পিচ ইয়াবাসহ মোতালেব হাওলাদারের ছেলে সোহাগ মিয়া (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বরগুনা পৌরসভার লাকুরতলা ব্রিজ সংলগ্ন থেকে মাদক মামলার আসামি শহিন ও রাত ১১ টার দিকে বুর্জিরহাট এলাকার থেকে ইয়াবাসহ সোহাগ কে গ্রেফতার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মিলন।
আরও পড়ুন – বরগুনায় ধর্ষণ মামলার আসামি পুঠিয়ার মেয়র গ্রেফতার
জেলা গোয়েন্দা সুত্রে জানা যায়, উভয় আসামী বরগুনা সদর উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আসামী শাহিন ও সোহাগ মিয়াকে পৃথক পৃথক অভিযান করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং উভয় আাসামীরা ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
তিনি আরও জানান, এ বিষয়ে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।