বরগুনা সদর উপজেলা থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনকে ধর্ষন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা সদরের হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন- বরগুনায় ডিবির হাতে ইয়াবাসহ এক নারী মাদক কারবারী আটক
পুলিশ সুত্রে জানা যায় , গত রোববার রাজশাহীর পুটিয়ার পৌর মেয়র আল মামুনকে আসামি করে ধর্ষণ মামলা করেন এক নারী। এ ঘটনার পর থেকে মেয়র আল মামুন তার ড্রাইভারের বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের বাড়িতে পলাতক থাকেন। পরে মেয়র আল মামুনের ড্রাইভারের বাড়িতে পুঠিয়া থানা থেকে প্রাপ্ত তথ্যেন ভিত্তিতে পুলিশ এক সাঁড়াষি অভিযান চালিয়ে মেয়র আল মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান , পুটিয়ার মেয়র আল মামুন ধর্ষন মামলার এক আসামিকে বরগুনা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে রাজশাহীর পুঠিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।
আরও পড়ুন- জাল টাকা দিয়ে ধারের টাকা পরিশোধ!