বরগুনা সদর উপজেলার মনসাতলী এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অন্যদিকে, আমতলী উপজেলার চাওরা ইউনিয়নের ঘটখালি এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করেছেন ডিবি পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে আলাদা আলাদা অভিযানের মাধ্যমে মোট তিনজনকে গ্রেফতার করে বরগুনা জেলা গোয়েন্দা শাখা।
তথ্যটি নিশ্চিত করেন, বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম মিলন ।
আরও পড়ুন – ভাই বোনদের সংখ্যা বেশি হওয়ায় পিতার কবর ভাংচুর করলেন সন্তান
তিনি বলেন, ২৫ পিস ইয়াবাসহ বরগুনা সদর উপজেলার দক্ষিণ মনসাতলী গ্রামের মোঃ নুর ই আলমের ছেলে মোঃ ইমামুজ্জামান সাইফ (২৫) ও একই গ্রামের মকবুল হাওলাদারের ছেলে মোঃ শাওন হাওলাদার (২৬) কে ধুপতি এলাকা থেকে আটক করা হয়। আমতলী উপজেলার চাওরা ইউনিয়নের ঘটখালি গ্রামের রাজু হাওলাদারের ছেলে মোঃ রিপন হাওলাদার (২৯) কে একশ পিস ইয়াবাসহ আটক করা হয়।
সাঁড়াশি অভিযানের মাধ্যমে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর সদস্যরা। মাদকমুক্ত বরগুনা গড়ে তুলতে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হবে।
আরও পড়ুন – বরগুনায় শিক্ষককে মেরে ফেলার হুমকি দিলেন রেন্টেকার