December 8, 2024, 3:33 am

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত তিমি

মো. ছগির হোসেন, কলাপাড়া প্রতিনিধি,

পটুয়াখালীর কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে এসেছে অর্ধগলিত একটি তিমি মাছ

শনিবার সকাল পৌনে আটটার দিকে কুয়াকাটা ঝাউ বাগান সংলগ্ন সমুদ্র সৈকতে তিমিটি ভেসে আসে।

প্রথমে স্থানীয় বাসিন্দারা তিমিটি দেখে প্রশাসনকে জানায়। তাৎক্ষনিক শতশত মানুষ এটি দেখতে ভীড় জমায়। তিমিটি বেলিন প্রজাতির বলে মৎস্য গবেষকরা ধারনা করছেন। এটি প্রায় ৩১ ফুট দৈর্ঘ্য এবং সাড়ে পাঁচ ফুট প্রস্থ। তিমিটি অর্ধগলিত বলে এর বিভিন্ন অংশ ফেটে গেছে।

স্থানীয়দের ধারনা, এটি কমপক্ষে ২০ দিন আগে মারা গেছে। পুরো মাছটি অন্তত ৪০/৪৫ ফুট দৈর্ঘ্য হতে পারে বলে মনে করছেন প্রত্্যক্ষদর্শীরা।

ইকোফিস প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ধারনা করা হচ্ছে এটি বেলিন প্রজাতির তিমি মাছ। তবে অর্ধগলিত বলে প্রজাতির বিষয়টি স্পষ্ট করা যাচ্ছে না। এর মৃত্যুর কারন উদঘাটনের জন্য গবেষনা চলছে।

আরও পড়ুন- শিশুকে হত্যার পর মাটিচাপা, সৎ মা আটক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা