December 8, 2024, 3:57 am

গলাচিপায় ‘ফিটনেচ জিম’ এর উদ্বোধন

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় ফিটনেচ জিম এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় গলাচিপা পৌরসভা কার্যালয়ের সন্নিকটে অবস্থিত ফিটনেচ জিম এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে।

গলাচিপা ফিটনেচ জিম কর্তৃপক্ষের আয়োজনে পৌরসভা কার্য়ালয় হল রুমে পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম।

অণ্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, পৌরসভা কার্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – শিশুকে হত্যার পর মাটিচাপা, সৎ মা আটক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা