ঝালকাঠির নলছিটিতে বিএনপি জামাতের বিক্ষোভ কর্মসূচির নামে নৈরাজ্য রুখতে কঠোর অবস্থান নিয়েছে নলছিটি শ্রমিক লীগ।
এ উপলক্ষে গত কয়েকদিন তারা উপজেলার গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন ।
এ প্রত্যয় ব্যক্ত করেছেন নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাধারন সম্পাদক হৃদয় হোসেন রিপন,পৌর শ্রমিক লীগের আহবায়ক মোঃ সাইদুর রহমান খান(জুলহাস), সদস্য সচিব মনির বিশ্বাস প্রমুখ।
তারা বলেন, বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে সারাদেশব্যাপী আবারও নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের সৃষ্টি করতে চাচ্ছে তবে তাদের সেই বাসনা কখনোই পূর্ন হবে না। আওয়ামী লীগ , শ্রমিক লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে এক সাথে তাদেরকে মোকাবেলা করা হবে।
এসময় তারা আগামী জাতীয় সাংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে আলহাজ্ব আমির হোসেন আমুকে পুনঃ নির্বাচিত করেতে রাজপথে লরাকু সৈনিক হিসেবে কাজ করারার অঙ্গিকার ব্যক্ত করেন।