পটুয়াখালীর গলাচিপায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
শনিবার (২০ আগস্ট) বিকেলে পৌরসভার বাজার গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম।
যাদের অর্থদন্ড প্রদান করা হয়- পৌর শহরের ডিম ব্যবসায়ী শ্যামল সাহাকে ১০ হাজার টাকা, যতিন সাহাকে ছয় হাজার টাকা, সিকদার পোল্ট্রি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা, নয়ন পোল্ট্রি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়।