পটুয়াখালীর গলাচিপায় একটি খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের (মেয়ে শিশু) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা বারোটায় উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের একটি খাল থেকে ওই নবজাতকের (মেয়ে শিশু) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন- বিষপানে স্কুল ছাত্রীর আত্নহত্যা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের একটি খালে সকাল দশটার দিকে ওই নবজাতকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, শিশুটি কোন নদী থেকে ভেসে এসেছে কিনা কিংবা খালে ফেলে রেখে গেছে সেটি নিশ্চিত করা যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু