ঝালকাঠির কাঠালিয়া বিষপানে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ঐ ছাত্রী আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান বৃহস্পতিবার সকালে উপজেলার ছোনাউটা গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে সুরাইয়া আক্তার (১৫) আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের শহীদ মিনারের সামনে বিষপান করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করে। পরে তার স্বাস্থের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সুরাইয়ার মৃত্যু হয়।
আরও পড়ুন- শিক্ষক কর্তৃক যৌন হয়রানি! স্কুলছাত্রীর আত্মহত্যার হুমকী
নিহত সুরাইয়ার চাচা হাবিব মোল্লা জানান, সুরাইয়া আক্তার আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। পার্শ্ববর্তী দক্ষিন মরিচবুনিয়া গ্রামের পান্না জমাদ্দারের ছেলে শফিক জমাদ্দার সাথে আমার ভাইজি সুরাইয়ার প্রেম ছিলো এবং বিভিন্ন সময় বিরক্ত করত। শফিক পেশায় মটর সাইকেল চালক। ইতিপূর্বে সে একটি ধর্ষন চেষ্টা মামলায় হাজতবাস করেছে।