বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ’র দৃষ্টি নন্দন বহুতল ছয় তলা মসজিদ ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান (ডিসি)।
শুক্রবার জুম্মার নামাজবাদ দৃষ্টি নন্দন এই মসজিদ ভবনের একটি পাইল বসিয়ে শুভ উদ্বোধন করা হয়।
আরও পড়ুন- বেতাগীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
এসময়ে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, পৌরসভার মেয়র ও মসজিদ কমিটির সহ- সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, মসজিদ কমিটির সহ- সম্পাদক আতাউর রহমান বাবুল, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ রিংকু, মসজিদ কমিটির সদস্য সহ অন্যান্য মুসুল্লিগন।
দোয়া ও মোনাজাত করেন, বরগুনা সদরঘাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃজাহিদুল ইসলাম।
আরও পড়ুন- ফুটপাতে জন্ম নেওয়া সেই পথ শিশুকে দেখতে গেলেন ইউএনও