পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন থেকে ১ কেজি গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাত ১ টা ২৫ মিনিটে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের খাসির চর নামক স্থানের নদীর পাড় হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি- গলাচিপা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার বেল্লাল মোল্লার ছেলে (১) রাকিব মোল্লা (৩৫), ও রাঙ্গাবালী উপজেলার চরবেষ্টিন ১ নং ওয়ার্ডের মৃত খলিল চৌকিদারের ছেলে (২) মো. শাহজাদা (৩২)।
আরও পড়ুন- ময়লার স্তূপ হতে এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেক মাহমুদের নেতৃত্বে চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। রাত ১টা ২৫ মিনিটের সময় চর আগস্তি গ্রামের জনৈক আনসার হাওলাদার এর দোকানের পশ্চিম পাশে খাসির চর নদীর পাড় হতে এক কেজি গাঁজারসহ রাকিব মোল্লা (৩৫) ও মো. শাহজাদা (৩২) এই দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ ( ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এসআই তারেক মাহমুদ নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে।