পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে মোবাইলে ফ্লাক্সিলোড দিতে বলেই হাতুরি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলা দক্ষিণ সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় রাজাপুর থানায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লিখিত অভিযোগ দিলে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত ব্যবসায়ী মিজানুর রহমান রাজাপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন- ঝালকাঠিতে অর্থ আত্মসাৎ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তার
আহত মিজানুর রহমান জানান, শিয়ালকাঠি চৌরাস্তার মোড়ে ক্রোকারিজ, গ্যাস সিলিন্ডার ও বিকাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ সাতুরিয়া নিজ বাড়িতে ফিরছিলাম। বিকেলে প্রতিবেশী খাইরুলের কাছে পাওনা টাকা চাইলে সে রাতে দেয়ার কথা জানায়। বাড়িতে ঢোকার পূর্বে কল দিলে সে সামনে উপস্থিত হয়ে মোবাইলে ফ্লাক্সিলোড চায়। এসময় মোবাইল বের করে ফ্লাক্সি লোড দিতে গেলেই খাইরুল তার পিছন থেকে হাতুরি বের করেই এলাপাথারী পিটানো শুরু করে। কিছু বুঝার আগেই হঠাৎ আক্রমণ করায় দুর্বল হয়ে পড়লে সে ব্যাগে থাকা লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। ডাক চিৎকারে অন্যান্যরা ছুটে এসে আমাকে উদ্ধার করলে হামলাকারী দৌড়ে পালিয়ে যায়। খাইরুল একই গ্রামের আব্দুল বারেক হাওলাদারের পুত্র।
আরও পড়ুন- নলছিটিতে ওয়ালটন প্লাজায় জরিমানা
এঘটনায় রাজাপুর থানায় মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ দিলে ডিউটি অফিসার এসআই জসিম প্রক্রিয়া শেষে এএসআই আলাউদ্দিন তদন্তের দায়িত্বপ্রাপ্ত হন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন পরিদর্শন শেষে তিনি জানান, দক্ষিণ সাতুরিয়া গ্রামে হামলার ঘটনায় একজন আহত হয়েছে। আহতের দাবী ১লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু কোন প্রত্যক্ষদর্শী কোন স্বাক্ষী পাওয়া যায় নাই। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।