December 7, 2024, 9:51 pm

ড. সৈয়দা ফিরোজা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভুক্ত হওয়ায় শোকরানা ও দোয়া অনুষ্ঠান

তরিকুল ইসলাম রতন, বরগুনাঃ

বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নে অবস্থিত ডা.সৈয়দা ফিরোজা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘ দিন পরে এমপিও ভূক্ত হওয়ায় ওই স্কুলের ম্যানেজিং কমিটির উদ্দ্যেগে শোকরানা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার ৩১ তারিখ বিকাল ৫ টার দিকে এই শোকরানা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা দুই- (বামনা,পাথরঘাটা ও বেতাগী) আসনের বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন( এমপি) ।

এসময়ে তিনি তার মূল্যবান বক্তব্য বলেন, দীর্ঘ দিন অবহেলিত থাকার পরে এই স্কুলটি আজ এমপিও ভুক্ত হয়েছে । এজন্য আমারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে চিরজীবী করেন। এই সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না।

উন্নায়নের রোল মডেল হিসেবে তিনি বাংলার মানুষের কাছে দীর্ঘ দিন বেঁচে থাকবেন তিনি আরও বলেন, এই স্কলের সকল শিক্ষক আজ আনন্দে আত্মহারা । দীর্ঘ দিন তারা হতাশায় ছিলেন। কখন এই স্কুলটি এমপিও ভুক্ত হবে। আজ বাস্তবে বাস্তবায়িত হয়েছে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, এছাড়াও এসময়ে আরও উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দা ফিরোজা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান রুপক, কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকন মোঃ সহিদ, প্রধান শিক্ষক মনিরুজ্জামান রিপন ও পাথরঘাটা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন- বরগুনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা