পটুয়াখালীর গলাচিপায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির প্যাদা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন একজন।
সোমবার (২৭জুন) বেলা ১১ টায় উপজেলার গোলখালী ইউনিয়নের গাজীরহাট টু হরিদেবপুর সড়কে জুলেখার বাজারের আগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির প্যাদা দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের মজিদ প্যাদার ছেলে। জানাযায় তিনি একজন পেশায় শ্রমিক।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাযায় , দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে আঘাতপ্রাপ্ত হয়, অতঃপর মোটরসাইকেলটি ছিটকে রাস্তার উপরে একই সময় অপর দিক থেকে আশা একটি চলন্ত মোটর সাইকেলের উপর পরে পুনরায় আঘাতপ্রাপ্ত হয়। এতে করে ঘটনাস্থলেই জাকির প্যাদা নামে একজন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয় এবং আব্দুর রব বয়াতি নামে একজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আব্দুর রবকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে পাঠিয়ে দেন।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, একটি মোটরসাইকেল গাজীরহাট টু হরিদেবপুর সড়কে জুলেখার বাজারের আগে এ ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থালেই মারা যান। ময়না তদন্তের জন্য পরিবারের লোকজনের অপেক্ষায় আছি তারা আসলেই সিদ্ধান্ত হবে।