December 8, 2024, 6:26 am

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামীলীগ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার ; বরগুনা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামীলীগ নেতা বহিষ্কার

বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম – সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামীলীগ থেকে আজীবনের জন্যে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) তাকে বহিষ্কার করা হয়েছে। বামনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা বিষযটি নিশ্চিত করেন।

আরও পড়ুন- বাল্য বিবাহ মুক্ত পৌরসভা ঘোষণা করলেন বরগুনার ‘মেয়র’ মহারাজ

অভিযুক্ত বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার এ এবিষয়ে কিছু বলতে রাজি হননি।

এবিষয়ে বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা জানান, ফেরদৌস তালুকদারের বিরুদ্ধে একাদিক অভিযোগ রয়েছে, এর মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির করা, বরগুনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমনকে কে প্রকাশ্যে গালিগালাজ সহ আরও অনেক অপরাধ প্রমানিত হওয়ায় তাকে দল থেকে আজীবনের জন্যে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন- পাথরঘাটায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের চাবি হস্তান্তর ও উদ্বোধন করলেন এমপি রিমন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা