বাল্য বিবাহ হতে দেব না মহারাজ ভাইয়ের ঘোষণা
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পৌরসভাকে মেয়র এ্যাড কামরুল আহসান মহারাজ বাল্যবিবাহ মুক্ত পৌরসভা হিসেবে ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল চরটায় বরগুনা পৌরসভার হলরুমে ‘মেয়র ‘এ্যাড কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, বরগুনা পৌরসভা এলাকায় কোন বাল্য বিয়ে হবে না। এটা আমার অঙ্গিকার ও জিহাদ। একজন মা একটি পরিবার ও জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যাতে ভেঙে না যায়-তার জন্যে আমি আমার সাধ্যমত চেষ্টা করবো। এবিষয়ে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাবেন এটাই আমার বিশ্বাস।
বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, জেলা যুবলীগের সবেক সাধারন সম্পাদক সাহবুদ্দিন শাবু, প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, সিনিয়র সাংবাদিক চিওরঞ্জন শীল, টেলিভিশন ফোরামের সাবেক সভাপতি আবু জাফর সালেহ সহ অন্যন্য কাউন্সিলরগন এসময়ে উপস্থিত ছিলেন।