পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে দুটি গরু নিহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোটশিবা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গরু দুটির মালিক ওই গ্রামের ফজলে করিম মৃধার ছেলে শহিদুল মৃধা।
গরু দুটির মালিক শহিদুল মৃধা বলেন, আজ শুক্রবার সকালে আমার একটি আবাল ও একটি গাভী গরুকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের ক্ষেতে লইয়া যাই। পরে আমি জুমার নামাজ পড়তে মসজিদে যাই। এই সময় অনেক বৃষ্টি ও বজ্রপাত হয়েছিল। নামাজ শেষে দুপুর ২টার দিকে ক্ষেতে যাইয়া দেখি বজ্রপাতে আমার গরু দুটি মারা গেছে।
আরও পড়ুন- গলাচিপায় ইয়াবাসহ একজন ব্যবসায়ী গ্রেফতার
এ বিষয়ে চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা বলেন, বজ্রপাতে শহিদুল মৃধার দুটি গরু নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে শহিদুলকে আর্থিকভাবে সাহায্য করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, বজ্রপাতে নিহত গরুর মালিককে সরকারিভাবে সহায়তা করা হবে।