পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ জামাল আখন (৪০)কে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
সোমবার (৩০ মে) সন্ধায় রতনদী তালতলী ইউনিয়নের কাচারি কান্দা দেওয়ান বাজার এলাকা হতে জামাল আখনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী জামাল আখন গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের ৫ নং ওয়ার্ডর আব্দুর রহমান আকন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাসান বশির, এএসআই দিবাকর চন্দ্র দে, এএসআই সুজন চন্দ্র দে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রতনদী তালতলী ইউনিয়নের কাচারি কান্দা দেওয়ান বাজার এলাকা হতে ১’শ৮৫ পিচ ইয়াবাসহ জামাল আখন (৪০)কে গ্রেফতার করে। পুলিশ আরও জানান, তিনি একজন মাদক ব্যবসায়ী ক্রমাগত মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আরও জানাযায়, জামাল আখনের প্রকৃত ব্যবসা ভূষামাল ক্রয়-বিক্রয় (আড়ৎদার)।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন- মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাসেও উদ্ধার হয়নিঃ উল্টো দু’টি মামলা!