পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা ও গাঁজাসহ মো: ফরিদ হাওলাদার (২৫)কে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ।
শুক্রবার উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবার বাজারের বারেক আলী বিশ্বাস এর নির্মাণাধীন বিল্ডিং এর উত্তর পূর্ব পার্শ্ব হতে মাদক ব্যবসায়ী মো: ফরিদ হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো: ফরিদ হাওলাদার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের মোঃ বাদশা হাওলাদারের ছেলে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতার নিকট হতে ২৫ পিচ ইয়াবা এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ নুরনবী সঙ্গীয় এএসআই সুজন চন্দ্র দে এবং ফোর্সসহ অভিযান চালিয়ে আসামী মো: ফরিদ হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার কাজ হতে ২৫ পিচ ইয়াবা এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
আরও পড়ুন- গলাচিপায় অন-লাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে ডিজিটাল দাখিলা উদ্বোধন