December 7, 2024, 5:53 pm

চলন্ত ভ্যানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দুইজন মৃত্যু হয়েছে

ময়মনসিংহ সংবাদদাতা
বিদ্যুৎপৃষ্ট

ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মৃত্যু হয়েছে চালকসহ দুইজনের।

শনিবার (২১ মে) সকাল ৭ টার দিকে মহানগরীর ৩২ নং ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চর ঈশ্বরদিয়া এলাকার ও চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে ভ্যানচালক শহিদ (৪৭) ও হারুনুর রশিদের ছেলে মিন্টু (৩৬)। এ তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।

আরও পড়ুন-মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ভ্যানগাড়ি চালক একজন যাত্রী নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ভ্যান চালকের উপর। ওই সময় ভ্যানগাড়ি উল্টে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- টাঙ্গাইলে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা