বরগুনার আমতলী পৌরসভার সকল প্রতিবন্ধীদের ভাতার কার্ডের যাছাই বাছাই ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুর বারোটায় আমতলী পৌরসভার হলরুমে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।
এ অনুষ্ঠানের সভাপতি মেয়র মোঃ মতিয়ার রহমান এসময়ে তার বক্তাব্যে তিনি বলেন, আমতলী পৌরসভায় প্রতিবন্ধী ভাতা গ্রহণে আপনারা কাউকে কোন টাকা পয়সা দিবেন না। যদি কেউ আপনাদের কাছে এবিষয়ে কোন টাকা পয়সা চায় তাহলে আমাকে সাথে সাথে জানাবেন। আমি তার বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নিবো।
আরও পড়ুন- বরগুনায় ভয়াবহ অগ্নিকান্ডে ২১০ টি দোকান পুড়ে ছাঁই, প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি
আপনারা কারোর অসদ প্ররোচনায় লিপ্ত হবেন না তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে লালন করে আমরা কাজ করে যেতে চাই । আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কোন অপশক্তি আমাদেরকে রুখতে পারবে না।
এসময়ে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য কমিশনারগন।
আরও পড়ুন- বরগুনায় সিজারে এক অদ্ভুত শিশুর জন্ম