December 7, 2024, 2:01 pm

পটুয়াখালীর মহিপুরে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ; পটুয়াখালী
পটুয়াখালীর মহিপুরে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর মহিপুর থানাধীন আলিপুরা হতে ইয়াবাসহ মোঃ হারুন শরিফ(৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ (পটুয়াখালী ক্যাম্প)।

মঙ্গলবার (১৭ মে) মহিপুর থানাধীন আলিপুর সাকিনস্থ পটুয়াখালী হতে কুয়াকাটাগামী পাঁকা রাস্তার উপর হতে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়।

আরও পড়ুন- কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেফতারকৃত আসামী মোঃ হারুন শরিফ(৩৫) মহিপুর থানাধীন বিপিনপুরের ৪নং ওয়ার্ডের মৃত শাহাজাহান শরিফ এর ছেলে।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহিপুর থানাধীন আলিপুরা হতে মোঃ হারুন শরিফ নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ (পটুয়াখালী ক্যাম্প) সদস্যরা।

আরও পড়ুন- রাঙ্গাবালীতে বন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক ব্যবসায়ী হারুন মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় একজন জেলে হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। আসামীর নিকট হতে ২৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল ফোন, ২ টি সীম উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ৮৫,৫০০ (পঁচাশি হাজার পাঁচশত) টাকা। আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন- পিবিআই ইন্সপেক্টর কর্তৃক কলেজছাত্রী ধর্ষিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা