December 8, 2024, 4:05 am

প্রত্যাবর্তন দিবসে দিনাজপুর জেলা আওয়ামীলীগের কর্মসূচি পালন

রফিকুল ইসলাম ফুলাল. দিনাজপুর প্রতিনিধি;
প্রত্যাবর্তন দিবস

দিনাজপুরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১৭ মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিবসের দ্বিতীয় প্রহরে সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে স্থানীয় আওয়ামী লীগ।

আরও পড়ুন- দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রথমেই শ্রদ্ধা জানায় শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু এর নেতৃত্বে সংগঠনের সহ সভাপতি আশিষ কুমার ব্যানাজী বাপি, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার দে, জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম সরকার বাবু, এনাম উলস্নাহ জ্যামী, প্রচার সম্পাদক মাসুদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলীসহ অন্যান্য নেতাকর্মীরা। এরপরই সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা তাঁতী লীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগি সংগঠনগুলো।

আরও পড়ুন- পিবিআই ইন্সপেক্টর কর্তৃক কলেজছাত্রী ধর্ষিত

দিবসটি উপলক্ষে বাদ আসর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা