December 8, 2024, 5:41 am

রাজাপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি
আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে ভুক্তভূগী ঐ কলেজছাত্রী নিজেই বাদী হয়ে অভিযুক্ত সারফিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার পরে রাতেই অভিযুক্ত মো. সারফিকে গ্রেপ্তার করে পুলিশ। সারফি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকা এলাকার মো. হেমায়েত এর ছেলে।

আরও পড়ুন- বরগুনায় সিজারে এক অদ্ভুত শিশুর জন্ম

মামলা সূত্রে জানাগেছে, কলেজছাত্রী ও সারফি একই এলাকায় বসবাস করেন। সারফি দীর্ঘদিন থেকে কলেজছাত্রীকে রাস্তা ঘাটে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আসছিল। ঘটনার দিন গত শনিবার বিকালে ভুক্তভূগী কলেজছাত্রী তার মায়ের সাথে খালা বাড়ি যাওয়া পথে ভুক্তভূগী দেখে জগাইরহাট সংলগ্ন সরকারী আশ্রয়ণ প্রকল্পের সামনে সারফি অশ্লীল ভাষায় কথাবার্তাসহ অশ্লীল অঙ্গ-ভঙ্গী করে। ভুক্তভূগীর মা অশ্লীল কথা ও অশ্লীল অঙ্গ ভঙ্গীর প্রতিবাদ করলে সারফি তাকে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় ভুক্তভূগী কলেজছাত্রী তার মাকে বাঁচাতে সারফিকে ধাক্কা দেয়। সারফি ক্ষিপ্ত হয়ে ভুক্তভূগী কলেজছাত্রীকে রাস্তায় ফেলে শ্লীলতাহানি ঘটায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, সারফিকে সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- পিবিআই ইন্সপেক্টর কর্তৃক কলেজছাত্রী ধর্ষিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা