December 7, 2024, 5:46 pm

দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেলের ৩ আরোহী নিহত

রফিকুল ইসলাম ফুলাল. দিনাজপুর প্রতিনিধি;
সড়ক দুর্ঘটনা

দিনাজপুরের বিরলে রোববার মধ্যরাতে ঝড়বৃষ্টির সময় সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ ৩জন মোটরসাইকেল আরোহী নিহত।

রোববার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার সময় বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম (৪২), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগা গ্রামের মো. ওসমান গণির ছেলে সাদবিন ওসমান (২২) ও একই উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের নুহেদ আলমের ছেলে নোয়াজিম আলম (১৬)।

আরও পড়ুন- বন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জানা গেছে, তারা তিনজন মিলে দুটি মোটরসাইকেলে রাত ১টার সময় বিরল থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড়বৃষ্টি শুরম্ন হয়। ঝড়বৃষ্টি থেকে বাঁচতে দ্রম্নত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। এ সময় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল নিয়ে রাস্ত্মায় পড়ে যান। ওই সময় অজ্ঞাত একটি ট্রাক তাদেরকে পিষ্ট করে চলে যায়। এতে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঝড় থামার পর স্থানীয়রা, তাদের মরদেহ রাস্ত্মায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরম্নল ইসলাম দূর্ঘটনায় তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- পিবিআই ইন্সপেক্টর কর্তৃক কলেজছাত্রী ধর্ষিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা