খুলনায় পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরীর আহসান মাসুদ কর্তৃক এক কলেজছাত্রী ধর্ষিত হয়েছে । মহানগরীর ছোট মির্জাপুর এ ঘটনা ঘটে।
আজ রবিবার (১৫ মে) দুপুরে কলেজ পড়ুয়া ভিকটিমকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। তবে ধর্ষক মাসুদ পালাতক রয়েছে ।
আরও পড়ুন- বিয়ের দাবি নিয়ে আর এক তরুণীর অবস্থান
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুক ছবি সংক্রান্ত বিষয় নিয়ে গত ৫ দিন আগে আসে। এই সুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে ছোট মির্জাপুরের কাগজী হাউজের কে নিয়ে যায় মাসুদ। সেখানেই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই কলেজছাত্রীকে মেডিকেল পরীার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন- ইভটিজিং এর প্রতিবাদ করায় মায়ের সামনেই কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
তিনি আরো জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই করে তালা ভেঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের উপ পুলিশ কমিশনার সোনালী সেন।