December 7, 2024, 2:15 pm

বরগুনায় ৭ গোস্ত ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড

তরিকুল ইসলাম রতন, বরগুনাঃ-
জরিমানা

বরগুনা পৌর শহরের গোস্ত বাজারে নোংরা পরিবেশ ও বাড়তি মূল্যে গোস্ত বিক্রির দায়ে ৭ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকালে এ অর্থদন্ড জরিমানা করা হয়।

এসময়ে বরগুনা জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ কর্তৃক ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১’ এর ২৪ (১) অনুযায়ী ৭ জন মাংস ব্যবসায়ীকে ৭টি পৃথক মামলায় ২০,০০০ টাকা করে মোট ১,৪০,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আরও পড়ুন- চুরির অভি‌যো‌গে কিশোরকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন

এ বিষয়ে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন জানান,আমরা এক অভিযোগের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় বরগুনা পৌর শহরের গোস্তের বাজারে অভিযান করি। এসময়ে নোংরা পরিবেশে ও অতিরিক্ত মুূল্যে গোস্ত বিক্রির দায়ে ৭ অসাধু গোস্ত ব্যবসায়ীকে ২০ হাজার করে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

তিনি আরও জানান, জবাইকৃত ১৪টি গরু ও ৩টি ছাগল পাওয়া যায়। এদের মধ্যে ১১টি গাভী ও ৩ টি ষাড় গরু যার মধ্যে ৩ টি গরু রুগ্ন ছিল যা জবাইয়ের জন্য উপযুক্ত ছিলেন না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা