December 8, 2024, 5:52 am

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাঙ্গাবালি সংবাদদাতা ;
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে বশার বয়াতি (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের বিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গতকাল সকালে ওই কিশোরীর নানা বাদি হয়ে বশারের নামে রাঙ্গাবালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
গ্রেফতার বশার সামুদাফাৎ গ্রামের মৃত কাশেম বয়াতির ছেলে।

আরও পড়ুন- স্বামীর পাশবিক নির্যাতনে গর্ভবতী স্ত্রীর মৃত্যু

মামলা মূত্রে জানা যায়, ওই কিশোরী জন্মের ছয়মাস বয়সে তার বাবা মারা যায় এবং মা অন্যত্র বিবাহ করে। সে সময় থেকেই ওই কিশোরী চর হাবাতিয়া গ্রামের তার নানার বাড়িতে বসবাস করে আসছে। বশার ওই এলাকায় তরমুজ চাষের সুবাদে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয়। পরে গত ২৪ এপ্রিল দিবাগত রাত তিনটায় ওই কিশোরীকে তার নানার ঘরে একা পেয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে ওই কিশোরীকে তার দুই মামাতো বোনসহ মেরে ফেলার হুমকি দেয় বশার।

রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই কিশোরীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা