এখন থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও করোনার টিকার নিবন্ধনের আওতায় এনেছে সরকার। এর জন্য সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থীরা টিকার জন্যে নিবন্ধন করতে পারবে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১২টা থেকেই সুরক্ষা অ্যাপে ও ওয়েবসাইটে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের জন্য টিকা নিবন্ধনের অপশন চালু করা হয়েছে।
তবে, শিক্ষার্থীদের জন্যে বয়স সীমা ১৮ বছর করা হলেও সাধারণ নাগরিকদের তা ২৫ বছরই থাকছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানাযায়, ‘সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধনের ফরম পূরণের সময় “পেশা”র ঘরে ছাত্র-ছাত্রী লেখা থাকতে হবে। যারা রেজিস্ট্রেশেনের সময় “পেশা”র ঘরে ছাত্র-ছাত্রী লিখে পূরণ করেছেন, তারা নিজেরাই নিবন্ধন করতে পারবেন।’