ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে আজ (৯ মে) সোমবার সকাল থেকে গলাচিপাতে বৃষ্টি হচ্ছে। আগামী ৫ দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পটুয়াখালী আবহাওয়া অফিস। অতি বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশংকায় কৃষকরা।
গতকাল সারা দিন ভ্যাপসা গরম থাকলেও আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় ব্যাপক চিন্তার মধ্যে আছেন কৃষকরা। এতে কৃষকেরা রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলের মাঠগুলোতে মুগ ডাল, আলু, মরিচ, চীনাবাদাম ও বোরো ধান রয়েছে। এর মধ্যে মাঠে থাকা ৮০ ভাগ ধান কাটার উপযোগী হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া চৌদ্দকানি গ্রামেরর কৃষক মো. আমির হোসেন জানান, এ বছর ১০ শতক জমিতে চীনাবাদাম আবাদ করেছি। তবে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় সব শেষ হয়ে যাবে মনে হচ্ছে। তবে বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে।
এছাড়া অতি বৃষ্টির ফলে পানি বাড়তে থাকায় বিভিন্ন পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। এতে ব্যাপক ক্ষতি হবে বলে ইউনিয়নের কৃষকদের কাজ থেকে তথ্য নিয়ে জানা যায়। পুকুর ও মাছের ঘের তলিয়ে গেলে মৎস্য চাষীরা আরো বেশি ক্ষতির আশঙ্কা করছেন।
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, রোববার দুপুরে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতিমূলক একটি সভা হয়েছে, ওই সভায় নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ঘূর্ণিঝড়ের প্রস্ততি সম্পর্কে আলোচনা হয়েছে। তবে সংকত তিন কিংবা চার ঘোষণা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কট্রোল রুম খোলা হবে। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নেয়া হচ্ছে।
আরও পড়ুন- ’গলাচিপা রামনাবাদ নদীর দখল-দূষণ রোধ ও সংরক্ষণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা