আজ ৮ই মে রংপুরের পীরগঞ্জে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজ।
আরও পড়ুন- মাটি খুঁড়তেই মিললো নিখোঁজ নারীর মরদেহ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যাপক নুরুল আমীন রাজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, সাব- রেজিষ্ট্রার খালেদা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিক-উজ-জামান, প্রমুখ।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ ও শতাধিক মা উপস্থিত ছিলেন।