February 16, 2025, 11:13 am
শিরোনাম :
পটুয়াখালী ৪ সংসদীয় আসনে প্রার্থী  ঘোষণা করেছে জামায়াত পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত আড়াই ঘণ্টা পর ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে গলাচিপায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হত্যার পর লাশ গুমের মামলায় তিনদিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি আন্দোলনের যোদ্ধা ফাতেমা হারতে বসেছেন জীবনযুদ্ধে মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কৃষকের মেয়ে ফারজানা বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা

মাটি খুঁড়তেই মিললো নিখোঁজ নারীর মরদেহ

তরিকুল ইসলাম রতন, বরগুনা :

নিখোঁজের একদিন পর বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের কালিরতক এলাকা থেকে রওসন আরা (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রওসন আরা একই এলাকার মৃত জয়নুদ্দিনের স্ত্রী।

বুধবার (৪ মে) দুপুরে মাটি খুঁড়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীকে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশী জালাল হাওলাদারের ছেলে হারুনের বিরুদ্ধে। তিনি পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ। তিনি জানান, স্থানীয়রা বাড়ির পাশে নতুন মাটি খোঁড়া দেখে সরকারের জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনা স্থানে গিয়ে দুপুরে মাটি খুঁরে এক নারীর মরদেহ উদ্ধার করে।

মৃতের ছেলে জব্বার হাওলাদার জানান, তাদের ঘর থেকে ২০ হাজার টাকা চুরি হয়। স্থানীয়রা হারুনকে সন্দেহ করে। এ নিয়ে মঙ্গলবার রাতে হারুনের সাথে রওসন আরার সাথে তর্ক হয়। একপর্যায়ে হারুন রওসন আরাকে হুমকি দেয়। পরে ওই রাত থেকেই নিখোঁজ ছিলেন রওসন আরা। একই সাথে ওই রাত থেকেই লাপাত্তা হন হারুন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিম আসছে। তদন্ত প্রকৃয়া শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে এবং এবিষয়ে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা