December 7, 2024, 3:00 pm

ঈদকে সামনে রেখে আমতলীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম রতন, বরগুনা;
ঈদকে সামনে রেখে আমতলীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বরগুনার আমতলী উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার মনিটরিং ও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতী নিয়ে বিশেষ সভা পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর বারোটায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আবদুল্লাহ বিন রশিদ সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান।

আরও পড়ুন- আমতলীতে র‌্যাবের হাতে ২ জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

তিনি তার বক্তব্যে বলেন, আমতলী-পুরাকাটা ফেরি ও খেয়া পারাপারে বাড়তি ভাড়া আদায়সহ বাজার মনিটরিং ও অন্যান্য সমস্যা তিনি এ সভায় তুলে ধরেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, আমতলী উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মজিবুর রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান, আমতলী উপজেলা সহকারী ভুমি (এসিল্যান্ড) মোঃ নাজমুল ইসলাম, প্যানেল মেয়র হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগের নেতা সহ অন্যান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা