January 14, 2025, 10:59 pm
শিরোনাম :
গলাচিপায় ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন পটুয়াখালীর বাউফলে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত ২  গলাচিপায় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গলাচিপায় পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন এক ট্রলারেই ধরা পড়লো ৪০ লাখ টাকার ইলিশ ফরিদপুরের মধুখালীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত শীত থেকে বেওয়ারিশ কুকুরের সুরক্ষায় ব্যতিক্রম উদ্যোগ চরমোন্তাজ আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজ এর গোপন কমিটির বিরুদ্ধ বিক্ষোভ ও মানববন্ধন গলাচিপায় জমিয়াতুল মোদারেছীনের সভাপতি মিজানুর সম্পাদক আব্দুল হাই

বাজারের সর্বশ্রেষ্ঠ ফিচার নিয়ে শাওমির নতুন মডেল

বিজ্ঞান ও প্রযুক্তিতে ডেস্ক ;
বাজারের সর্বশ্রেষ্ঠ ফিচার নিয়ে শাওমির নতুন মডেল

সময়ের অতি চাহিদাসম্পন্ন শাওমি ব্র্যান্ডের নতুন একটি হ্যান্ডসেট এসেছে দেশের বাজারে। ব্র্যান্ডটির বিদ্যমান স্মার্টফোন মডেলের যুক্ত নতুন মডেলটি Redmi 10C (রেডমি ১০ সি)। এই মূল্যের বর্তমান বাজারের সকল কোম্পানির স্মার্টফোন মডেলের সর্বশ্রেষ্ঠ ফিচার নিয়ে এলো এটি।

৬.৭১ ইঞ্চি ব্লকবাস্টার ডিসপ্লে এই ফোনটিতে রয়েছে শক্তিশালী Snapdragon® 680 (স্ন্যাপড্রাগন ৬৮০) সুপারস্টার 6nm (৬ নেনো মিটার) energy-efficient অক্টা-কোর প্রসেসর। এই ফোনটি দু’টি variants (ভেরিয়েন্টেস্) পাওয়া যাবে। ৪ জিবি ৠাম, ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি, এবং ৪ জিবি ৠাম, ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি। Rear Camera 50 MP (রেয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেল)। আরও থাকছে 5000mAh (৫০০০মিলিএম্পিয়ার) বিগার ব্যাটারি এবং Rear fingerprint sensor (রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর) এর সাথে থাকছে AI face unlock (এ আই ফেস আনলক)।

যেহেতু বাংলাদেশে তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহাকারীদের মাঝে বর্তমানে শাওমি চাহিদার শীর্ষেতম অবস্থান করছে।

বাজারের এই চাহিদাকে মাথায় রেখে Redmi 10C (রেডমি ১০ সি) এর দামও নির্ধারণ করা হয়েছে গ্রাহক সাধ্যের মধ্যে। ১২ হাজার ৯৯৯ টাকা মূল্যের ৪ জিবি ৠাম, ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি এবং ১৩ হাজার ৯৯৯ টাকা ৪ জিবি ৠাম, ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি। এই হ্যান্ডসেটটি দেশজুড়ে সকল অথরাইজড মি স্টোর, শাওমি অনুমোদিত খুচরা বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা