December 7, 2024, 4:50 pm

ইয়াবা সেবনকালে ৪ নারী পুরুষ আটক

ভৈরব , সংবাদদাতা
ইয়াবা সেবনকালে ৪ নারী পুরুষ আটক

কিশোরগংঞ্জের ভৈরবে ইয়াবা সেবনকালে ৪ নারী পুরুষকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল মধ্যরাতে ভৈরবের কামলপুর এলাকার আটককৃত আসামী ডালিম মিয়ার বসত ঘর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো শহরের কামলপুর এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে ডালিম মিয়া ( ২৬) ও আমলাপাড়া এলাকার মহর আলীর ছেলে দ্বীন ইসলাম মিয়া, কালিপুর মাঈজপাড়া গ্রামের আব্দুল রহমান মিয়ার মেয়ে সুস্মিতা লিজা (২২) ও পুলতাকান্দা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুপা ইসলাম।

এ সময় আটককৃতদের নিজ হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা, খালি ১টি বিদেশি মদের বোতল ও ১টি ফেনসিডিলের বোতল ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধারসহ জব্দ করে পুলিশ।

আরও পড়ুন- ব্যবসায়ী ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা পি পি এম জানান , কমলপুর এলাকার মাদক ব্যবসায়ী ডালিম মিয়ার বাড়িতে কতিপয় নারী পুরুষ মাদক ক্রয় বিক্রয় ও সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত নারী পুরুষদের আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময় ডালিম মিয়ার নিকট থেকে ৮৬ পিস ও দ্বীন ইসলামের নিকট থেকে ১৯ পিস ইয়াবা, খালি ১টি বিদেশি মদের বোতল ও ১টি ফেনসিডিলের বোতলসহ ইয়াবা সেবনের উপকরণ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

আরও পড়ুন- পাল্টাপাল্টি মানববন্ধনে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, আহত- ৩৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা