December 7, 2024, 6:32 pm

নলছিটিতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নলছিটি উপজেলার জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষন কেন্দ্রে বেসরকারী সংস্থা “রূপান্তর ” পরিচালিত “অপরাজিতা” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য বিষয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষের উদ্বোধন করেন নলছিটি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর।প্রশিক্ষনে মেন্টর হিসেবে ছিলেন জাতীয় মহিলা সংস্থার নলছিটি উপজেলার চেয়ারম্যান ভৈরবপাশা ইউনিয়নের অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি ডালিয়া নাসরিন।

আরও পড়ুন- পাল্টাপাল্টি মানববন্ধনে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, আহত- ৩৫

সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর বরিশাল ক্লাস্টারের জেন্ডার ট্রেনিং অফিসার মোঃ খলিলুর রহমান, ঝালকাঠি জেলার ডিপিও সুরঞ্জিৎ দাস ও নলছিটি উপজেলা সমন্বয়কারী দিপংকর মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন “হেলভেটাস” সুইস ইন্টার কো- অপারেশন, বাংলাদেশ এর ডেপুটি প্রোগ্রাম কোর্ডিনেটর ফৌজিয়া খন্দকার এবং “রূপান্তর” বরিশাল ক্লাস্টারের সিবিসি ঝুমু কর্মকার।

প্রশিক্ষনে নলছিটি উপজেলার ১০ টি ইউনিয়নের নির্বাচিত নারী প্রতিনিধিগন দায়িত্ব কর্তব্য পালনে তাদের বিভিন্ন বাধার কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা