December 7, 2024, 2:06 pm

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার ; গলাচিপা
ট্রাক্টরে মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় ট্রাক্টরের ধাক্কায় রিয়াদুল হাওলাদার (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের কাশেম হাওলাদারের ছেলে রিয়াদুল হাওলাদার দাদা অহিদুল হাওলাদারের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন- ভোলার চরফ্যাসন নুরাবাদ প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ – ধর্ষক আটক

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের কাশেম হাওলাদারের ছেলে রিয়াদুল হাওলাদার দাদা অহিদুল হাওলাদারের তরমুজের বাগান দেখতে যায়। ওই সময় ক্ষেতের তরমুজ ট্রাক্টরে তোলা হচ্ছিল। ক্ষেত থেকে তরমুজ নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি রিয়াদুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরকাজল ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা