বরগুনায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৩১ মার্চ ) সকাল ১১ টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান , ১০ ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন , সচিবালয়ের মতো পদবি পরিবর্তন , বিনা সুদে ৫০ লক্ষ টাকা গৃহ নির্মাণ ঋণ প্রদান, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ ৫ দফা পুরণের দাবীতে কর্মচারী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।
আরও পড়ুন- কেন্দ্রীয় যুবলীগ নেতার জিডি, বরগুনায় ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত ২০
এসময় উপস্থিত বক্তারা বলেন, নবম বেতন কমিশন গঠন করতে হবে বঙ্গবন্ধুর মহান আদর্শ বাস্তবায়নে তথা বেতন ও পদবি বৈষম্য নিরসন করতে হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৫ দফা মানতে হবে মেনে নাও। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। বঙ্গবন্ধুর প্রদত্তের ন্যায় ১০ ধাপে বেতনকাঠামো নির্ধারণ করতে হবে। সচিবালয়ের ন্যায় এক ও অভিন্ন নিয়োগ বিধি পরিবর্তন করে পদবি ও গ্রেড প্রদান করতে ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল করতে হবে। বার্ষিক ইনক্রিমেন্ট ২০ শতাংশ নির্ধারণ করতে হবে। টাইম স্কেল , সিলেকশনগ্রেড পুনর্বহাল করতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান করতে হবে। পেনশন গ্রাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। বিনা সুদে ৫০ লক্ষ টাকা গৃহ নির্মাণ ঋণ প্রদান করতে হবে । স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক , স্যানিটাইজার সামাজিক নিরাপত্তা ভাতা ইত্যাদি বাবদ মাসিক ২০০০ টাকা প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ৩ য় ও ৪ র্থ শ্রেণির কর্মচারীদের সরাসরি বিভাগীয় পরীক্ষার মাধ্যমে দশম গ্রেডে পদায়ন প্রথা চালু করতে হবে। মাস্টার রোল ওয়ার্কচার্জ , কন্টিনজেন্ট পেইড কর্মচারীদের রাজস্ব খাতে নিয়মিতকরণ করতে হবে। যাতায়াত ভাতা , টিফিন ভাতা , শিক্ষা ভাতা , চিকিৎসা ভাতা , ধোলাইভাতা বিদ্যমান বাজার দরের আলেকে নির্ধরণকরতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বরগুনা শাখার সভাপতি দুলাল চন্দ্র, সাধারণ সম্পাদক সঞ্জিদা ফেরদৌসী জনি, সহ-সভাপতি আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন , দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রচার সম্পাদক, সদস্য আব্দুল বাসেত, দিপক হাওলাদার, শফিকুল ইসলাম প্রমূখ।
আরও পড়ুন- মেয়র এ্যাড.কামরুল আহসান মহারাজের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান