বরগুনায় সাংবাদিক তরিকুল ইসলাম রতনের নিজ উদ্দ্যেগে পৌর মেয়র ও জেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.কামরুল আহসান মহারাজ এর সুস্থতা কামনা এতিমদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ শে মার্চ) মাগরিববাদ পৌরসভার ধানসিঁড়ি রোডস্থ বাবে জান্নাত নামের একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া অনুষ্ঠান করা হয়।
বুধবার আসরবাদ নামাজ শেষে মাগরিবের আজান পর্যন্ত এতিম শিশুরা কুরআন তেলোয়াত করে,পড়ে মাগরিবের নামাজ শেষে মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময়ে এতিম শিশুরা বরগুনা পৌরসভার মেয়র এ্যাড.কামরুল আহসান মহারাজ এর সুস্থ্যতার জন্যে দু হাত তুলে মহান আল্লাহর দরবারে অনেক দোয়া করা হয়। মিলাদ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এসময়ে বাবে জান্নাত মাদ্রাসার সুপার, সাংবাদিকগন ও অন্যান্য হুজুর সহ সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২১ শে মার্চ পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর আগমনে যোগদানেরর পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন বরগুনার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড,কামরুল আহসান মহারাজ।