December 7, 2024, 6:54 pm

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার সূর্যাদয়ের সাথে কেন্দীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথমে শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক নুরুল আমীন রাজা ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম।

পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় , মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, পীরগঞ্জ প্রেসক্লাব উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

পরে দলীয় কার্যালেয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে ।

আরও পড়ুন- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে জাপার মানববন্ধন কর্মসূচি পালন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা