নওগাঁর মান্দায় একটি ভুট্টা ক্ষেত থেকে ইউসুব (১১) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
২১ মার্চ সোমবার দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকলী ঈদগাঁহ মাঠ সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত ইউসুব মান্দার কাঁশোপাড়া ইউনিয়নের চকলী গ্রামের রেজাউল করিমের ছেলে।
আরও পড়ুন- নিখোঁজের ২৪ ঘন্টা পর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপকের মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২০ মার্চ) বিকালে খেলার উদ্দেশ্যে শিশুটি বাড়ি থেকে বের হয়। বাসায় আসার দীর্ঘ সময় অতিক্রম যাওয়ায় পরিবারের লোকজন বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সোমবার (২১ মার্চ) দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরত্বে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন- বাবার চোঁখের সামনে বাসের চাপায় ৫ বছরের সন্তান নিহত
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ভুট্টাক্ষেত থেকে ইউসুব (১১) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো শুস্পষ্ট নয়। শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে আসল অপরাধীকে বের করে ব্যবস্থা নেয়া হবে।