পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনা মারাত্মক গুরুতর আহত হয়েছেন বরগুনার পৌর মেয়র এ্যাড.কামরুল আহসান মহারাজ।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বরগুনার ইটবাড়িয়ার মস্তুকটানা এলাকায় একটি মটর বাইককে সাইট দেতে গিয়ে এই দূর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মটর সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকারী গাড়ীটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এসময় বরগুনার মেয়র এ্যাড.কামরুল আহসান মহারাজ মারাত্নক গুরুতর আহত হন। এছাড়াও ড্রাইভারসহ তার সাথে থাকা সফর সঙ্গীরা আহত হয়েছেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন- আজ দেশের বৃহৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী