ঝালকাঠির নলছিটিতে পৌর কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে নাচ,গান ও আবৃত্তি’র মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
”বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার ,সকল শিশুর সমান অধিকার‘‘ প্রতিপাদ্যকে সামনে রেখে (১৭মার্চ) বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পনের করেন ক্লাবের শিক্ষকরা। এরপর নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লবটির ভ্যেনুতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন- বাসচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ইংরেজী প্রভাষক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আমির হোসেন ও উপজেল মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মোঃ শাহিন মাহামুদ।
এসময় ক্লাবটির আবৃত্তি শিক্ষক মুক্তিযোদ্ধা তনয়া বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ মহিলা কল্যান সংস্থা (দুমকস) এর সভানেত্রী ও সাংবাদিক মিসেস রুনা আমির, সংগীত শিক্ষক ও বাংলাদেশের বেতার বরিশালের নিয়মিত সংগীত শিল্পি মহুয়া আক্তার মৌ সহ ক্লাবের কিশোর কিশোরী শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।