পটুয়াখালী জেলার সদর থানা হতে র্যাব-৮ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সুমন প্যাদা(২৫) নামের একজন হেরোইন ব্যবসায়ী গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জেলার সদর থানাধীন উত্তর বিরাজলা এলাকা হতে হেরোইন ব্যবসায়ী সুমন প্যাদাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন প্যাদা(২৫) পটুয়াখালীর দক্ষিণ বোতলবুনিয়ার পিতাঃ মোঃ আবদুল হক প্যাদা ও মাতা-মোসাঃ হাসিনা বেগম এর ছেলে।
কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা সময় আনুমানিক ১২:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানাধীন উত্তর বিরাজলা এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ সুমন প্যাদা হেরোইন ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত স্থানে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃত আসামী সুমন এর নিকট হতে ১০(দশ) গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়।
আরও পড়ুন- বাসচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ
তিনি আরও জানান, ধৃত আসামী সুমনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উদ্ধারকৃত কথিত হেরোইনের অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। ধৃত আসামী সুমন অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত হেরোইন ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
আরও পড়ুন – চলন্ত ট্রাক্টর থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের হেলপারের মৃত্যু