December 7, 2024, 9:36 pm

চলন্ত ট্রাক্টর থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের হেলপারের মৃত্যু

স্টাফ রিপোর্টার ; কুমিল্লা
সড়ক দুর্ঘটনা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাক্টর থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের হেলপারের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৩ মার্চ) সকালের দিকে চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম ফেনীমুখি মহাসড়কের নানকরা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে অফিসার ইনসার্স মো. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- প্রেমের বিয়ে: দেড় বছরের মাথায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, ‘রবিবার সকালে চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম ফেনীমুখি মহাসড়কে নানকরা নামক স্থানে বেপরোয়া গতিতে ট্রাক্টরটি যাওয়ার সময় উপরে থাকা হেলপার আব্দুল্লাহ্ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ্ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মাসুদ মজুমদারের ছেলে।

আরও পড়ুন- গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীসহ গ্রেফতার ৪

অফিসার ইনসার্স মো. জাকির হোসেন আরও জানান, চালকের অসতর্কতার কারণে প্রতিনিয়ত মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মূল্যবান প্রাণ ঝরে পড়ছে। নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন- ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় আটক-২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা